বাসস দেশ-৩০ : সাংবাদিক মীজানুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

721

বাসস দেশ-৩০
মৃত্যুবার্ষিকী-দোয়া মাহফিল
সাংবাদিক মীজানুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
ঢাকা, ১৯ জুলাই, ২০১৭ (বাসস) : সাংবাদিক ও ভাষা সৈনিক মীজানুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব মসজিদে এবং মরহুমের গ্রামের বাড়ি টঙ্গির গাজীপুরা ও হায়দরাবাদ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাংবাদিক মিজানুর রহমান স্মৃতি পরিষদ আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
২০০৩ সালের ১৯ জুলাই মীজানুর রহমান বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাণিজ্যিক সম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকের চীফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের (বিপিআই) প্রধান সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক মীজানুর রহমান একজন নির্লোভ, সাহসী এবং দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। পেশাগত জীবনে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্যে থেকে দেশসেবায় কল্যাণমূলক কাজ করে গেছেন। তিনি ঢাকা কলেজের ছাত্র থাকাকালীন ঢাকা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে গেছেন।
বাসস/সবি/এমএআর/২১০০/শহক