সিলেটে একসঙ্গে র‌্যাব এর ১৩ সদস্য করোনায় আক্রান্ত

326

সিলেট, ৩০ মে, ২০২০ (বাসস) : এবার সিলেটে একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর ১৩ সদস্য।
শুক্রবার সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর ২০জন সদস্যের শরীরে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এই ১৩ জনের মধ্যে কয়েকজনের হালকা জ্বর-সর্দি ছিলো। আর কয়েকজনের কোনো উপসর্গ নেই।
এ বিষয়ে র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন আজ এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ১৩ জনকে র‌্যাব-৯ এর সদর দপ্তরে পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে,সেখানে আক্রান্তদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। তারা সবাই ভালো আছেন।
এএসপি ওবাইন বলেন,বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্ত নিয়ে তাদের পুনরায় করোনা পরীক্ষা করা হবে। এছাড়াও তাদের সংস্পর্শে যে সকল র‌্যাব সদস্যরা ছিলেন তাদের সকলকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং তাদের শরীরের নমুনাও পরীক্ষার প্রক্রিয়া চলছে। এছাড়াও একে একে র‌্যাব-৯ এর সকল সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।