করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতার জন্য ৫০ বিশ্বনেতার আহ্বান

240

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৯ মে, ২০২০ (বাসস ডেস্ক) : জাতিসংঘের এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব নেতারা মহামারি থেকে মুক্ত হওয়ার পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এই কনফারেন্সে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া অংশ নেয়নি।
উন্নয়ন অর্থায়ন বিষয়ক এই কনফারেন্সে প্রায় ৫০ জন বিশ্বনেতা অংশ নিয়েছেন। সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্টি রেকর্ডেড বার্তায় বলেছেন, ‘এই লক্ষ্য অর্জনে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।’
কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর বক্তব্যের সঙ্গে কন্ঠ মিলিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ‘আমাদের উদ্ভাবনী চিন্তা ও ব্যতিক্রমী কিছু ভাবতে হবে।’
কানাডা ও জ্যামেইকা এই ভিডিও কনফারেন্সের আয়োজন করে।
ইউরোপিয়ান কমিশন প্রধান উরসুলা ভন ডার লেন বলেন, ২০৩০ উন্নয়ন লক্ষ্য সমূহ অর্জন ‘আগের চেয়ে অনেক কঠিন হবে।’ এ জন্য ‘আমাদের কাজ করতে হবে এবং একত্রে লড়াই করতে হবে।’
জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র মতো অনেক নেতা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে, অর্থনীতি পুনরুদ্ধারে এই সংকট একটি সুযোগ হতে পারে।
ইমানুয়েল ম্যাক্রোঁ ঝুঁকিপূর্ণ দেশগুলো বিশেষ করে আফ্রিকার দেশগুলোর জন্য আরো জরুরি সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।
মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ উলদ গাজুয়ানি জরুরি ঋণ মওকুফের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই সম্মেলনে তিন বিশ্বশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার অনপুস্থিতি সত্ত্বেও এই সম্মেলনের সাফল্যের প্রশংসা করেছেন।
মহাসচিব সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া জুলাই, সেপ্টেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠেয় ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দেবে।
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ‘পরবর্তী বিশ্ব আরো ভালোভাবে গড়ে উঠবে’ এই আশা প্রকাশ করে বলেছেন, ‘মহামারি উপেক্ষা করে অর্থনীতি পুনরুদ্ধারে অবশ্যই আমাদের সীমানা পেরিয়ে একত্রে কাজ করতে হবে।’
কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদো বলেছেন, “মুনাফা নয় সংহতি” করোনা পরবর্তী বিশ্ব নিয়ন্ত্রন করবে।