জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার হংকং নিয়ে আলোচনা : কূটনীতিক সূত্র

274

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ২৯ মে, ২০২০ (বাসস ডেস্ক) : হংকং-এ চীন যে নিরাপত্তা আইন চালু করতে যাচ্ছে বিতর্কিত সেই আইন নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদকে শুক্রবার বৈঠকের আহ্বান জানিয়েছে। কুটনীতিক সূত্র বৃহস্পতিবার এ কথা জানায়। খবর এএফপি’র।
সূত্রটি জানায়, বিষয়টি একটি রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্সে, অনানুষ্ঠানিকভাবে বিবেচনা করা হবে যাতে যে কোন সদস্য চাইলে অন্য আলোচনাও তুলতে পারবে এবং চীন নীতিগতভাবে এর বিরোধীতা করতে পারে না।
একই বিষয়ে বেইজিং বুধবার ওয়াশিংটনের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক সভা আহ্বানের গ্রহনযোগ্যতাকে নাকোচ করে দেয়।