বাসস বিদেশ-৪ : ইউরোপে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭৫,০০০ ছাড়িয়েছে

112

বাসস বিদেশ-৪
ভাইরাস-মৃত্যু-ইউরোপ
ইউরোপে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭৫,০০০ ছাড়িয়েছে
প্যারিস, ২৮ মে, ২০২০ (বাসস ডেস্ক): ইউরোপের দেশগুলোতে মহামারি করোনাভাইরাসে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। গ্রীনিচ মান সময় ০৮১০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বের অন্যান্য মহাদেশের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২০ লাখ ৮৪ হাজার ৫৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৭৫ হাজার ১১ জনে দাঁড়িয়েছে।
খবরে বলা হয়, ব্রিটেনে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৭ হাজার ৪৬০ জনে, ইতালিতে ৩৩ হাজার ৭২ জনে, ফ্রান্সে ২৮ হাজার ৫৯৫ জনে এবং স্পেনে ২৭ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩ লাখ ৫৫ হাজার ৫৪৮ জনে দাঁড়িয়েছে।
বাসস/এমএজেড/১৮১৭/আরজি