নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহী করে তুলতে হবে : আলোচনা সভায় বক্তারা

166

রংপুর, ১৯ জুলাই, ২০১৮ (বাসস) : আলোকিত নাগরিক হয়ে সামগ্রিকভাবে একটি শিক্ষিত জাতি গড়ে তোলায় নতুন প্রজন্মকে বাল্যকাল থেকেই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
বুধবার নগরীর ছাত্র-ছাত্রীদের মধ্যে এক বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
আরসিসি আই পালিক স্কুল এন্ড কলেজে বিকাশ লিমিটেডের (বিএসকে) সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান সাহিত্যিক আলী ইমাম। বিকাশের যুগ্ম পরিচালক (পরিকল্পনা) মেসবাহ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিকাশ লিমিটেডের ব্যবস্থাপক (রেগুলেটরি ও কর্পোরেট অ্যাফেয়ার্স) হুমায়ুন কবির, আরসিসি আই পাবলিক স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র চেয়ারম্যান মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল জলিল ও বিএসকে’র রংপুর ইউনিটের সংগঠক আরিফুল ইসলাম বক্তব্য দেন।