কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫০

334

ঢাকা, ১৯ জুলাই, ২০১৮ (বাসস) : কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার মোট এক লাখ ১৮ হাজার পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৯ হাজার ৮৯ জন পাস করেছে। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ।
এই বোর্ড থেকে এবার ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯২৩ জন ছাত্র ও ২৮ হাজার ১৬৬ জন ছাত্রী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
উল্লেখ্য, গত বছর ৯৭ হাজার ১৪ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছিল ৭৮ হাজার ৯০৪ জন। গতবার পাশের হার ছিল ৮১ দশমিক ৩৩ ভাগ।