বাসস প্রধানমন্ত্রী-২ : শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

135

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-শোক-নিলুফার মঞ্জুুর
শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২৬ মে, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট শিক্ষাবিদ এবং সানবিম্স স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর ইলাহীর পত্নী নিলুফার আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ইন্তেকাল করেন।
তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য প্রয়াত ডা. মফিজ আলী চৌধুরীর কন্যা নিলুফার ১৯৭৪ সালের জানুয়ারি মাসে সানবিম্স স্কুলটি প্রতিষ্ঠা করেন।
বাসস/এসএইচ/অনু-এফএন/১৪৩০/আসাচৌ/আরজি