মুন্সীগঞ্জে নিয়ম মেনে ২৬১৭ মসজিদে ঈদ জামাত

223

মুন্সীগঞ্জ, ২৫ মে, ২০২০ (বাসস) : জেলার ২ হাজার ৬১৭টি মসজিদে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজে জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নিরপদ দূরত্ব নিশ্চিত করতে অনেক মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
শহরের কালেক্টরেট জামে মসজিদে ৪র্থ জামায় অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়। নামাজ শেষে কোলাকুলির সেই পরিচিত দৃশ্য এবার দেখা যায়নি। এমনকি দেখা যায়নি একে অপরের সঙ্গে হাত মেলানোর দৃশ্যও।
প্রতি বছর মাসব্যাপী সিয়াম, সাধনার পর দেশবাসী ঈদ আনন্দে মেতে উঠলেও এবার সেই সুযোগ ছিল না। করোনাভাইরাসের প্রভাবের কারণে বন্দী জীবনেই ঈদ চলছে এখানে। সরকারের পক্ষ থেকে এবারের ঈদ ঘরেই উদযাপনের জন্য আহ্বানে সারা দিয়েছে জেলাবাসী। ঈদের নামাজ আদায়, বাইরে ঘুরতে যাওয়া, নানা ধরনের আয়োজন সবকিছুতেই এবার ভাটা।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, জেলার সকল মসজিদেই ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার কোথাও ঈদগাঁ তথা খোলা মাঠে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।