বাসস দেশ-৪৬ : অভিনেত্রী রেশমা জামানের ইন্তেকাল

420

বাসস দেশ-৪৬
রেশমা-ইন্তেকাল
অভিনেত্রী রেশমা জামানের ইন্তেকাল
ঢাকা, ২০ মে, ২০২০ (বাসস) : বর্ষীয়ান অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরি জামান রেশমা বার্ধ্যক্যজনিত জটিলতায় আজ রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। মরহুমার পারিবারিক সূত্রে এ কথা জানানো হয়েছে।
তার পরিবারিক সূত্র জানায়, ‘আজ বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি মারা যান।’
বৈচিত্র্যময় ক্যারিয়ারে অধিকারী রেশমা স্বাধীনতা পুর্ব ও পরবর্তীতে চলচ্চিত্র , মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। এছাড়াও টেলিভিশনে উপস্থাপক ও সংবাদ পাঠিকা হিসেবেও তার খ্যাতি ছিল।
১৯৩৮ সালের ৩১ মার্চ জন্ম গ্রহন করা রেশমা ১৯৬০ দশকের শুরুতে রেডিও’র মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। ভয়েস অব আমেরিকাতেও ভয়েস প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে বেশকিছু নাটকে অভিনয়ের জন্য তিনি ব্যাপক ভাবে প্রশংসিত হন।
বাসস/স্বব/২৩২৬/আরজি