জয়পুরহাটে পাঁচবিবির ৩ গ্রামে বিদ্যুৎ সংযোগ

460

জয়পুরহাট, ১৯ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলার তিন গ্রামে বৃহষ্পতিবার ১১১টি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামছুল আলম দুদু এমপি প্রধান অতিথি হিসেবে ওই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে তিন গ্রাম মাথখুর, উত্তর সোনাপাড়া ও পশ্চিম রশিদপুরে পৃথকভাবে এক সুধী সমাবেশের আয়াজন করা হয়।
বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল আলম বেনু, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মহির উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক দুলাল প্রমুখ।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। পরে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু মাথখুর গ্রামে ২১টি, উত্তর সোনাপাড়ায় ৫৯টি ও পশ্চিম রশিদপুর (সাতানা) গ্রামে ৩১টি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। স্বাধীনতার ৪৭ বছর পরে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি বলে জানালেন এলাকাবাসী।