বাসস দেশ-২৫ : নৌবাহিনী প্রধান আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনে অংশ নিতে সুইজারল্যান্ড গেছেন

683

বাসস দেশ-২৫
নৌবাহিনী প্রধান-সুইজারল্যান্ড
নৌবাহিনী প্রধান আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনে অংশ নিতে সুইজারল্যান্ড গেছেন
ঢাকা, ১৮ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ সস্ত্রীক সুইজারল্যান্ড গেছেন।
তিনি আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান।
আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ১৮ থেকে ২০ জুলাই সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি সুইজারল্যান্ডের সুইমিং ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সুইজারল্যান্ড সফর শেষে নৌপ্রধান জার্মানীতে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এ সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দু’জন কর্মকর্তা রয়েছেন। নৌবাহিনী প্রধান আগামী ২৪ জুলাই দেশে ফিরবেন।
বাসস/আইএসপিআর/জেডআরএম/১৯৪৮/এএএ