বাসস রাষ্ট্রপতি-২ : সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

398

বাসস রাষ্ট্রপতি-২
রাষ্ট্রপতি-শোক-মমতাজ
সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ১৭ মে, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক এডভোকেট মমতাজ বেগমের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি আজ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেত্রী হিসেবে এবং মহান মুক্তিযুদ্ধে মমতাজ বেগমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপ্রধান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগ উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বার কাউন্সিল নির্বাহি কমিটির চেয়ারম্যান এডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিনী অধ্যাপক মমতাজ বেগম গতকাল রাতে রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বীর মুক্তিযোদ্ধা ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত মমতাজ বেগম দীর্ঘ দিন যাবত নানা শারিরীক সমস্যায় ভুগছিলেন।
মমতাজ বেগম মহান ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং ’৬৯-এর গণঅভ্যুত্থানসহ আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন।
বাসস/এসআইআর/অনু-স্বব/২১৩৪/আরজি