বাসস দেশ-৩৯ : অধ্যাপক মমতাজ বেগমের দাফন সম্পন্ন

228

বাসস দেশ-৩৯
মমতাজ-দাফন
অধ্যাপক মমতাজ বেগমের দাফন সম্পন্ন
ঢাকা, ১৭ মে, ২০২০ (বাসস) : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বাদ জোহর ভূতের গলি (নর্থ রোড) বড় মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
দাফনের আগে মমতাজ বেগমের কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি গার্ড অব আনার প্রদান করা হয়।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ও সাবেক গণপরিষদ সদস্য
অধ্যাপক মমতাজ বেগম শনিবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে রাজধানীর ধানমন্ডি (নর্থ রোড) এর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক মমতাজ বেগম বিগত কয়েকদিন বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মমতাজ বেগম মহান ভাষা ও ৬ দফা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মহান মুক্তিযুদ্ধের পর ’৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তও নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য ‘নারী পুনর্বাসন বোর্ড’ গঠিত হলে মমতাজ বেগম সেই বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাসস/এমএসএইচ/২০৫৮/স্বব