Wednesday, April 24, 2024
Home আন্তর্জাতিক সংবাদ মঙ্গোলিয়ায় বন্যায় ৪৮ জনের প্রাণহানি

মঙ্গোলিয়ায় বন্যায় ৪৮ জনের প্রাণহানি

445

উলানবাটর, ১৮ জুলাই, ২০১৮ (বাসস) : মঙ্গোলিয়ায় ব্যাপক বন্যায় ৪৮ জন প্রাণ হারিয়েছে। এছাড়া প্রবল বৃষ্টিতে পশ্চিমাঞ্চলীয় বায়ান-উলগি প্রদেশে আড়াই হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার মঙ্গোলিয়ার কর্মকর্তারা এ কথা জানায়।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোম্বোজাভ অরুনবুইয়ান বলেন, বুধবার সকাল পর্যন্ত প্রদেশের আটটি স্থানের ১৮৫টি বাড়িঘরের ৬শরও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিল। খবর সিনহুয়ার।
এদিকে দেশটির আবহাওয়া দপ্তর পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বড়ো বড়ো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে। এছাড়া ওইসব অঞ্চলে আরো বৃষ্টিপাতেরও আশংকা করছে আবহাওয়া অফিস।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, বন্যায় ৪৮ জন মারা গেছে। এদের মধ্যে নয় শিশু রয়েছে।