বাসস দেশ-২০ : প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ১টি চারা রোপণ করতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

392

বাসস দেশ-২০
বৃক্ষ মেলা-উদ্বোধন
প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ১টি চারা রোপণ করতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
দিনাজপুর, ১৮ জুলাই, ২০১৮ (বাসস) : প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে একটি করে গাছের চারা রোপণ করার আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
আজ বুধবার দিনাজপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, দেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ রোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে একটি করে যে কোন গাছ লাগাতে হবে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশের জন্য উপযুক্ত হলেই হবেনা, তাদেরকে বিশ্বের সাথে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে। এই জন্য সারা বিশ্বের বিভিন্ন ভাষাকে আয়ত্ব করতে হবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামীম আশরাফ প্রমুখ।
পরে মন্ত্রী ১০৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ১৮জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৮৩৮/এএএ