নিউইয়র্ক নগরীতে লকডাউনের মেয়াদ ২৮ মে পর্যন্ত বৃদ্ধি

244

নিউইয়র্ক, ১৬ মে, ২০২০ (বাসস ডেস্ক) : নিউইয়র্কের মেয়র এন্ড্রু কোমো শুক্রবার নিউইয়র্কে লকডাউনের মেয়াদ ২৮ মে পর্যন্ত বাড়িয়েছেন।
বৃহস্পতিবার রাতে তিনি লকডাউনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানোর কথা বলেছিলেন, অবশ্য এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরের পরে শুক্রবার সংবাদ সম্মেলনে লকডাউনের মেয়াদ ২৮ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
কোমো বলেন, দ্য বিগ আপেলে (নিউইয়র্ক সিটির ডাকনাম) ২৮ মে পর্যন্ত সবাইকে ঘরে থাকতে হবে। মৃত্যুর হার এবং নতুন আক্রান্তের ব্যাপারে পরবর্তী স্বাস্থ্য নির্দেশনা অনুযায়ী লকডাউন তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
১৩ জুন নাগাদ জরুরি পদক্ষেপ অবসানের ব্যাপারে তিনি কোন ব্যাখ্যা দেননি, তবে উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।