বাসস বিদেশ-১২ : চীন কোভিড-১৯ ভ্যাকসিনের গবেষণা চুরির প্রচেষ্টা চালাচ্ছে : যুক্তরাষ্ট্র

383

বাসস বিদেশ-১২
ভাইরাস-বিশ্ব
চীন কোভিড-১৯ ভ্যাকসিনের গবেষণা চুরির প্রচেষ্টা চালাচ্ছে : যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন, ১৪ মে, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বুধবার বলেছে, চীনের হ্যাকাররা কোভিট-১৯ ভ্যাকসিনের গবেষণা চুরির প্রচেষ্টা চালাচ্ছে। সুদীর্ঘ শাটডাউনের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাবে ইউএস ফেডারাল রিজার্ভে বাজার ধ্বসের আশঙ্কা দেখা দেয়ায় পরাশক্তিসমূহের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরেছে।
এদিকে মহামারীর দ্বিতীয় দফা সংক্রমণ ছড়িয়ে পরার আশঙ্কা দেখা দেয়ায় সাম্প্রতিক সময়ে বিশে^র অর্ধেকের বেশি মানুষ ঘরে অবরুদ্ধ হয়ে পড়লেও ইউরোপ ইতোমধ্যেই গ্রীস্ম পর্যটন পুনরায় ধীরে ধীরে চালু করার পরিকল্পনা করছে।
নতুনভাবে মহামারী ছড়িয়ে পরার আশঙ্কা ও বিশে^ এ পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষের মৃত্যুতে কয়েকটি দেশে হাহাকার পরে গেছে। এদিকে ‘এই ভাইরাস আর কখনো বিলুপ্ত নাও হতে পারে’ বলে বিশ^স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে।
কোভিড-১৯-এ কোনো প্রমানীত থেরাপী নেই। কার্যকর ভ্যাকসিন আবিস্কার হলে রাষ্ট্রসমূহের অর্থনীতি পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু হতে পারে এবং ভ্যাকসিনের আবিস্কারক লাখ লাখ ডলার আয় করতে পারে।
এমন উত্তেজনার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি নিরাপত্তা সংস্থা আশঙ্কা করছে যে, বেইজিং কেন্দ্রিক হ্যাকাররা মহামারীর চিকিৎসা ও ভ্যাকসিনের গবেষণার বুদ্ধিবৃত্তিক বিষয়াদি চুরির প্রয়াশ পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের দি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি (সিআইএসএ)বলেছে,‘ এদিকে লক্ষ্য করে চীনের প্রচেষ্টা আমাদের দেশের কোভিড-১৯’র বিরুদ্ধ প্রচেষ্টায় বড় ধরনের হুমকী।’ তবে সংস্থা অভিযোগের পক্ষে কোনো প্রমান বা উদাহরন দেয়নি।
ওয়াশিংটন এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৪ লাখ ভাইরাস আক্রান্ত শনাক্ত ও ৮৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে । ভাইরাস ছড়ানোয় বেইজিং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ক্রমান্বয়ে বাড়ছে। তবে বেইজিং যুক্তরাষ্ট্রের অভিযোগকে বার বার অস্বীকার করেছে।
বাসস/অনু- জেজেড/২২৫৭/স্বব