করোনা ভাইরাস বিশ্বে রয়ে যেতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

600

জেনেভা, ১৪ মে, ২০২০ (বাসস ডেস্ক) : করোনা ভাইরাসে বিশ্ব ব্যাপি প্রায় ৩ লাখমানুষের মৃত্যুর প্রেক্ষিতে বিশ্বস্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করেছে যে এই ভাইরাস সম্ভবত বিশ্ব থেকে আর যাবে না এবং এইচআইভি’র মতোই এই ভাইরাসের সঙ্গে মানুষের বসবাস করা শিখতে হবে।
এদিকে করোনার বিস্তার রোধে দীর্ঘ শাটডাউনের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষতির সন্ভাবনার কথা বলছে সংস্থাটি।
অপরদিকে চীনের বিরুদ্ধে কোভিড-১৯ ভ্যাকসিনের গবেষণার ফলাফল চুরির প্রচেষ্টা চালানোর ওয়াশিংটনের অভিযোগ বেইজিংকে উত্তেজিত করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন, ‘ আমরা সবেমাত্র একটি দুর্দান্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছিলাম, কিন্তু তা কালি শূণ্য ছিল এবং বিশ্ব  চীন থেকে আগত প্লেগে ক্ষগ্রিস্ত হলো। একশো বাণিজ্য চুক্তিও এর পার্থক্য এবং এতোগুলো নিষ্পাপ মানুষ প্রাণ হানির ক্ষতি মেটাতে পারবে না ।’
যুক্তরাষ্ট্রের দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি (সিআইএসএ) বলেছে, ‘চীনের এ ধরনের প্রয়াশ কোভিড-১৯ মোকাবেলায় আমাদের প্রচেষ্টায় বড় ধরনের হুমকী।’
কোভিড-১৯-এর কোনো কার্যকর চিকিৎসা নেই। ভ্যাকসিন আবিস্কৃত হলে রাষ্ট্রসমূহের অর্থনীতি পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু হতে পারে এবং ভ্যাকসিনের আবিস্কারকের লাখ লাখ ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। তবে ডাব্লিউএইচও বলছে, এই ভাইরাস কখনোই চিরতরে নির্মূল হবে না। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য জরুরি শাখার পরিচালক মাইকেল রায়ান বলেছেন, ‘এই ভাইরাস হয়তো আর কখনোই যাবে না, যেমন যায়নি ‘ এইচআইভি। কিন্তু ভাইরাসটির সঙ্গে আমরা থাকছি।’
তবে ‘ভাইরাস কখনোই যাবে না’-এমন বক্তব্যের পক্ষে সংস্থা কোনো প্রমান তুলে ধরেনি।