বাসস ক্রীড়া-১৪ : দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেনির ক্রিকেটার করোনায় আক্রান্ত

144

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-নকওয়েনি
দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেনির ক্রিকেটার করোনায় আক্রান্ত
ডারবান, ৮ মে ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেনির ক্রিকেটার সোলে নকওয়েনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই নিজের করোনা পজিটিভ আসার খবর নিশ্চিত করেছেন ২৫ বছল বয়সী অলরাউন্ডার নকওয়েনি।
বিশ্বের তৃতীয় পেশাদার ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হলেন নকওয়েনি। এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ ও স্কটল্যান্ডের মাজিদ হক করোনায় আক্রান্ত হন।
করোনা ছাড়াও বিভিন্ন রোগে ভুগছেন নকওয়েনি। টুইটারে নকওয়েনি লিখেন, ‘গত বছর আমার জিবিএস ধরা পড়েছিল। এরপর আমার টিবি হয়েছিল। ফলে আমার লিভার ও কিডনি নষ্ট হয়। এখন আমার করোনা ধরা পড়েছে। আমি বুঝতে পারছি না, কেন আমার সাথেই এমন হচ্ছে।’
২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে যুব বিশ্বকাপ খেলেছেন নকওয়েনি।
বাসস/এএমটি/১৮১৫/স্বব