বাসস ক্রীড়া-১৩ : সমস্যায় পড়বে বিশ্ব ক্রিকেট বোর্ডগুলো : লরগাত

157

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-লরগাত
সমস্যায় পড়বে বিশ্ব ক্রিকেট বোর্ডগুলো : লরগাত
ডারবান, ৮ মে ২০২০ (বাসস) : প্রায় দু’মাস হতে চললো প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। ইতোমধ্যে ক্রিকেট জগতে বেশ কিছু দ্বিপাক্ষীক সিরিজ স্থগিত হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ভবিষ্যতের অনেক সিরিজ ও টুর্নামেন্ট। এভাবে আরও কয়েক মাস চললেও, বড় ধরনের বিপাকে পড়বে বিশ্ব ক্রিকেটের বোর্ডগুলো, বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অভিজ্ঞ কর্মকর্তা হারুন লরগাত।
তিনি বলেন, ‘কঠিন এক পরিস্থিতি পার করছে বিশ্ব। যা প্রভাব পড়েছে বিশ্বের প্রত্যকটি ক্রীড়াক্ষেত্রে। বেশ কিছু ক্রিকেট বোর্ড বড় ধরনের সমস্যায় পড়েছে। যদি এই পরিস্থিতি আরো কিছু দিন বিরাজমান থাকে তবে যারা আর্থিকভাবে শক্তিশালী, তারাও বাদ পড়বে না। তাদেরকেও সমস্যার সম্মুখীন হতে হবে।’
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় এগিয়ে আসা উচিত ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসির। লরগাতও তাই মনে করছেন। তিনি বলেন, ‘এখন অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল দেশগুলোকে নিজেদের টিকিয়ে রাখতে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। অনেক দেশের তো, অন্যদের সহযোগিতা ছাড়া মৌলিক খরচ চালানোরও ক্ষমতাও নেই। এই অবস্থায় ছোট দেশগুলোকে আইসিসির সাহায্য করা উচিত।’
ক্রিকেটের তিন মোড়ল- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশ্বের মধ্যে আর্থিকভাবে অনেক বেশি শক্তিশালী। কিন্তু তাদেরকেও বড় ধরনের লোকসান গুনতে হবে, এটিও মনে করিয়ে দিয়েছেন লরগাত, ‘অন্য দেশগুলো সমস্যা দেখতে পাচ্ছে। কিন্তু আর্থিকভাবে শক্তিশালী তিন মোড়ল, এখন সমস্যা দেখছে না। তবে পরিস্থিতি খারাপ দিকে যেতে থাকলে তিন মোড়লকেও ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। টি-২০ বিশ্বকাপ না হলে এবং ভারত সিরিজ বাদ হলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে।
এখন আইপিএল না হলে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৪ হাজার কোটি রুপি। আবার আইপিএল না হলে সরকারি সম্প্রচারকারী সংস্থাকে ১৫শ কোটি রুপি ফেরত দিতে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ২০১৫ সালে ভারতীয় জিডিপিতে আইপিএলের অবদান ছিল ১ হাজার ১শ ৫০ কোটি রুপি। ২০১৫ সালের পর তা আরও বেড়েছে।’
তিন মোড়ল এখনই সমস্যা না দেখতে পেলেও, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকার মতো বোর্ডগুলোর সম্প্রচার সত্ত্ব যদি রিনিউ না হয়, তাহলে ক্রিকেট বোর্ডগুলো বিপদে পড়বে বলে ধারনা করা হচ্ছে।’
বাসস/এএমটি/১৮১৪/স্বব