বাসস ক্রীড়া-৯ : বর্তমান দলটিও বিশ্বকাপ জয়ের সক্ষমতা রাখে : ব্রাভো

124

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-ব্রাভো
বর্তমান দলটিও বিশ্বকাপ জয়ের সক্ষমতা রাখে : ব্রাভো
বার্বাডোজ, ৮ মে ২০২০ (বাসস) : টি-২০ ক্রিকেটে সব সময়ই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয় করার ২০১২ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০১৬ সালে বিশ্বকাপ জয়ীদের চেয়ে এখনকার দলটিকে বেশি শক্তিশালী বলছেন ক্যারিবিয় বোলিং অলরাউন্ডার ড্যারেন ব্রাভো।
তিনি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজের দলের সব বিভাগেই আমি ভালোভাবে দৃষ্টি রেখেছি। আমাদের কোথায় দুর্বলতা আছে, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। খুব বেশি সমস্যা দেখতে পাইনি। তাই আমরা এ দল নিয়ে আবারো বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখি। এই দলটার শক্তি দেখে আমি বিস্মিত। আমি তো ছেলেদের বলেই দিয়েছি, ২০১৬ সালে যেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, এই দলটা সেবারের চেয়েও শক্তিশালী। আমরা যদি এই ফর্মটা ধরে রাখতে পারি, বিশ্বকাপ জয় মোটেও কঠিন নয়।’
দলের ব্যাটিং লাইন-আপ পুরোটা শক্তিশালী। উপর থেকে নীচ, কোথাও কোন সমস্যা নেই বলে মনে করেন ব্রাভো। বোলিংয়েও বেশ ভারসাম্য রয়েছে। ব্রাভো বলেন, ‘গেইলের পর থেকে সকলেই হার্ড-হিটার ব্যাটসম্যান। রাসেল-পোলার্ড একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সাথে নতুনরাও ভালো করছে। বোলিংএও ভারসাম্য রয়েছে। পেস-স্পিন দু’বিভাগই ভালো অবস্থায়। সুনীল নারাইন ফিরলে, ওয়েস্ট ইন্ডিজের শক্তি আরও বাড়বে। নারাইন আইপিএলসহ অন্যান্য লিগে ওপেন করে। তার বোলিংও দুর্দান্ত। তাই পূর্ণ শক্তির দল হলে ওয়েস্ট ইন্ডিজ যে কোনও শক্তিকে হারানোর ক্ষমতা রাখে।’
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারনে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ব্রাভোও মনে করেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে কোন ম্যাচই খেলা উচিত নয়। তিনি বলেন, ‘২শর বেশি দেশের অবস্থা ভয়াবহ। এই ভয়াবহ অবস্থা কবে কেটে যাবে কেউই জানে না। তাই এ অবস্থায় কোন খেলাই কাম্য নয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও কাম্য নয়।’
বাসস/এএমটি/১৭৫৫/স্বব