বাজিস-৮ : গোপালগঞ্জে শুরু হয়েছে আরচ্যারী প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূচি

351

বাজিস-৮
গোপালগঞ্জ-কর্মসূচি
গোপালগঞ্জে শুরু হয়েছে আরচ্যারী প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূচি
গোপালগঞ্জ ১৭ জুলাই ২০১৮ (বাসস): ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় গোপালগঞ্জে শুরু হয়েছে ১০ দিনব্যাপী তীর আরচ্যারী প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূচী। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্টপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।
সোমবার বিকেলে গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে তীর আরচ্যারী প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূিচর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল বাকি। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সদস্য, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আরচ্যারী উপ-কমিটির আহবায়ক কে.এম আলিনুর জিহাদ খানের সভাপতিত্বে আনুষ্ঠিত কর্মসূচীতে জেলা ক্রীড়া কর্মকর্তা ফিরোজুল আহসান, আরচ্যারী ফেডারেশেনর সদস্য মোঃ মাসুদুর রহমান, জেলা ফুটবল ফেডারেশনের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান মানি প্রমুখ বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণে অনুর্ধ্ব-১৬ বয়সের জেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এখান থেকে ১০ জন ছেলে এবং ১০ জন মেয়ে বাছাই করা হয়। পরে এ ২০ জনের মধ্য থেকে সেরা দু’জন ঢাকায় প্রশিক্ষণ নেবে। বাসস/সংবাদদাতা//১৯১৫/মরপা