নাটোরে ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত

420
A view of the vehicle after it was recovered from a canal it crashed into with schoolchildren returning home from a soccer tournament in Chittagong district, 216 kilometers (136 miles) southeast of Dhaka, Bangladesh, Monday, July 11, 2011. Tens of people died and the toll may rise, police said. (AP Photo)

নাটোর, ৬ জুলাই, ২০১৭ (বাসস): জেলার লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকার সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ থানার সার্জেন্ট শাহাদাৎ হোসেন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বনপাড়া থেকে বালু নামিয়ে দিয়ে পাবনা ফেরার পথে মহাসড়কের গড়মাটি এলাকায় খালি ট্রাকটি (কুষ্টিয়া ট ১১-০১৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ট্রাকের যাত্রী বালু শ্রমিক পাবনা সদর উপজেলার নাজিরপুর হাটপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৩) ও রফিকুল ইসলামের ছেলে আল মামুন (২২) এবং ইসলামপুর গ্রামের আস্তব আলীর ছেলে আল আমিন (২২) ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে নাটোর ও দয়ারামপুর থেকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে ট্রাকের নীচ থেকে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।