বাজিস-৩ : জয়পুরহাটে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন

319

বাজিস-৩
জয়পুরহাট-সাংস্কৃতিক
জয়পুরহাটে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন
জয়পুরহাট, ১৭ জুলাই, ২০১৮ (বাসস) : দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসার এবং তরুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে জয়পুরহাটের আগামী ২০ ও ২১ জুলাই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে।
সাংস্কৃতিক উৎসব উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী। দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র প্রদর্শন, জেলার বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্টীর সদস্যদের নৃত্য, শিল্পকলা একাডেমির সঙ্গীত শল্পীদের ও নাটিকা পরিবেশন করা হবে। জেলার ২৮টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করবেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল, সঙ্গীত আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারি-সারি ইত্যাদি। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবে। অবহিত করণ সভায় জেলা কালচারাল অফিসার মাহাতাব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আবদুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারন সম্পাদক রাজা চৌধুরী, সাংবাদিক রতন কুমার খাঁ, খ ম আব্দুর রহমান রনি, আবু বকর সিদ্দিক প্রমূখ মরামর্শ মূলক বক্তব্য রাখেন। জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/রপা/১১৩০/নূসী