বাসস দেশ-২০ : গত দু’দিনে ১৫০ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন

405

বাসস দেশ-২০
আটকেপড়া-পেট্রাপোল
গত দু’দিনে ১৫০ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন
কোলকাতা, ২৭ এপ্রিল, ২০২০ (বাসস) : গত দু’দিনে পশ্চিমবঙ্গে আটকে পড়া আরও ১৫০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এর মধ্যে আজ ৪৮ জন ও রবিবার ফিরেছেন ১০২জন ।
বাংলাদেশ উপ-হাইকমিশনের কন্স্যুলার মো: বশির উদ্দিন বাসস কে এই তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশের এই সব নাগরিকরা ভারতে লকডাউনের কারণে কোলকাতায় আটকে থাকে দীর্ঘ দিন। ভারত সরকারের অনুমতি জারির পর থেকেই তারা সুবিধা মতো পেট্রাপোল সিমান্ত দিয়ে দেশে ফিরছেন।
তিনি জানান, আজকের যারা ফিরেছেন তাদের মধ্যে কোন রোগী ছিলো না, তবে রবিবার ফেরা ৩ জন ক্যান্সার রোগী ছিলেন। এরা সবাই ভারত সরকারের বিধি মেনেই পেট্রাপোল ইমিগ্রেশনে পৌঁছান। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এরা সকলেই বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছান। এখানে ইমিগ্রেশনের কাজ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরে তাদের সবাইকে প্রথা অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
বাসস/ডিএম/কেসি/২১০৬/স্বব