হবিগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধি কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

591

হবিগঞ্জ, ২৭ এপ্রিল (বাসস) : জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের হায়দার গ্রামের আবেদ আলী নামে দৃষ্টি প্রতিবন্ধি কৃষকের ধান কেটে দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ দুপুরে কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা মিলে ওই কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন।
কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৃপেন্দু দাশ জানান, স্কুলের পাশের উক্ত দৃষ্টি প্রতিবন্ধির এক বিঘা জমির ধান আমরা ১৫জন শিক্ষক ও ২০জন ছাত্র মিলে কেটে দিয়েছি। আমরা দরিদ্র কৃষকের পাশে থাকার প্রয়াস থেকেই এই কাজ করেছি। এ ধরনের দরিদ্র কৃষকরা আমাদের কাছে বললেই আমরা মাঠে নেমে যাব।
দৃষ্টি প্রতিবন্ধি কৃষক আবেদ আলী জানান, এই জমির ধান দিয়ে আমার পরিবারের লোকজনের খাদ্য হয়। শিক্ষক ও ছাত্ররা আমার ধান কেটে দেয়ায় আমার সময় ও খরচ সাশ্রয় হয়েছে। আবহাওয়া ভাল থাকতেই আমার ধান এখন ঘরে তুলতে পারছি।