বাসস ক্রীড়া-৯ : তাজিকিস্তানের ফুটবল মৌসুম স্থগিত হলো

363

বাসস ক্রীড়া-৯
ফুটবল-তাজিকিস্তান
তাজিকিস্তানের ফুটবল মৌসুম স্থগিত হলো
তাজিকিস্তান, ২৬ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাস না থাকায় নিজেদের ফুটবল মৌসুম চলমান রেখেছিলো তাজাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত মৌসুম স্থগিত করলো তাজিকিস্তান ফুটবল ফেডারেশন।
এক বিবৃতিতে তাজিকিস্তানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘সতর্কতা হিসেবে সরকারের নির্দেশেই ফুটবল মৌসুম স্থগিত করা হচ্ছে। আগামীকাল সোমবার থেকে ফুটবল মৌসুম স্থগিত হবে। তবে রোববারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কিন্তু স্থগিত হবার শেষ দিনের ম্যাচে কোন দর্শক মাঠে থাকবে না।’
তারা আরও জানায়, ‘আগের যেসব ম্যাচ হয়েছে, সেখান থেকে কোন সংক্রমণ হয়নি। সকল খেলোয়াড় সুস্থ রয়েছে। আগামী ১০ মে পর্যন্ত এই স্থগিতাদেশ অব্যাহত থাকবে।’
দেশটিতে কোন করোনাভাইরাস না থাকলেও সম্প্রতি নিউমোনিয়া ও সন্দেহজনক সোয়াইন ফ্লু বেড়ে গেছে। তাতে টনক নড়ে তাজাকিস্তান সরকারের।
এজন্য শনিবার থেকে দুই সপ্তাহের জন্য সকল স্কুল বন্ধ করে দিয়েছে সরকার।
বাসস/এএমটি/২০৩৬/স্বব