সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে প্রথম ব্রিটিশ সৈন্য নিহত

500

লন্ডন, ১ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের বিরুদ্ধে অভিযানে এক ব্রিটিশ সৈন্য নিহত হয়েছে। শনিবার তার নাম প্রকাশ করা হয়ছে।
নিহত সৈন্যের নাম সার্জেন্ট ম্যাট টনরেও। তার বয়স ৩৩ বছর। তিনি স্পেশাল এয়ার সার্ভিস ইউটিতে দায়িত্বরত ছিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ম্যাট আইএস জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে নিহত প্রথম ব্রিটিশ সৈন্য।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার মানবিজ নগরীতে এক বোমা বিস্ফোরণে জোট বাহিনীর অন্যান্য সদস্যদের সাথে তিনি আক্রান্ত হন। এই ঘটনায় এক মার্কিন সৈন্য নিহত ও জোটের অপর পাঁচ সৈন্য আহত হয়েছে।
ম্যাটের বাড়ি ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে। তিনি আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেন।