ইউরোপে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ বিশ হাজার ছাড়িয়েছে

410

প্যারিস, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : মহামারি করোনাভাইরাসে ইউরোপে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। এসব মৃত্যুর তিন-চতুর্থাংশ ইতালি, ফ্রান্স, স্পেন এবং ব্রিটেনে ঘটে। শনিবার গ্রীনিচ মান সময় ১১০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
বর্তমান বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশ হচ্ছে ইউরোপ। এ মহাদেশের দেশগুলোতে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৪৪ হাজার ১৭২ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ২০ হাজার ১৪০ জন মারা গেছে। গত বছরের শেষের দিকে এ মহাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
এ ভাইরাসে ইতালিতে ২৫ হাজার ৯৬৯ , স্পেনে ২২ হাজার ৯০২, ফ্রান্সে ২২ হাজার ২৪৫ এবং ব্রিটেনে ১৯ হাজার ৫০৬ জন মারা গেছে।