বাসস দেশ-৩০ : আটকে থাকা আরও ৮০ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন

365

বাসস দেশ-৩০
কোলকাতা- বাংলাদেশী নাগরিক
আটকে থাকা আরও ৮০ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন
কোলকাতা, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস) : লকডাউনে কোলকাতায় আটকে থাকা আরো ৮০ জন বাংলাদেশী আজ দেশে ফিরেছেন।
কলকাতা উপ-হাইকমিশনের কন্স্যুলার মো: বশিরউদ্দিন জানান, আজকের যারা ফিরেছেন তাদের বেশ কয়েকজনকে উপ-হাইকমিশন থেকে ভিসা জটিলতাসহ বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে। সকল যাত্রি আজ নিজ নিজ চেষ্টায় দূরত্ব বজায় রেখেই ভারতের পেট্রাপোল চেকপোস্টে পৌঁছান। সন্ধ্যা ৭ টার মধ্যেই সকল যাত্রী বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছে যায়।
তিনি বলেন,আজকের ফেরা ৮০জন যাত্রী যথারীতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে দেশে ফেরে। এদের মধ্যে ৪৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে রাখার জন্য বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার পাঠানো হয়।
অবশিষ্ট সকলকে ঝিকরগাছার গাজিরদরগাহ মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
বাসস/ডিএম/কেসি/২১৫১/স্বব