বিশ্বের ২১১টি দেশকে ১ হাজার ২৭৪ কোটি অনুদান দিবে ফিফা

471

জুরিখ, ২৫ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে সদস্য দেশগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিশ্ব ফুটবলের নির্বাহি সংস্থা ফিফা।
বর্তমানে ফিফার সদস্য ২১১টি দেশ। এই দেশগুলোকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ২৭৪ কোটি টাকা) দিবে ফিফা। অর্থাৎ প্রত্যেকটি দেশ অন্তত ৫ লাখ ইউএস ডলার করে পাবে।
করোনাভাইরাসের কারনে ফুটবলে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এই অনুদান সঠিকভাবে যেন ব্যবহার হয় সেজন্য সজাগ দৃষ্টি রাখবে ফিফা।
অনুদানের ব্যাপারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘বিশ্বের সকল দেশই এখন ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। পুরো ফুটবলের জন্য এটি বড় চ্যালেঞ্জ। ফিফার দায়িত্ব এই ভয়ানক অবস্থায় সবার পাশে দাঁড়ানো। বিশ্বের যেসব দেশ বেশি আর্থিক সমস্যায় পড়েছে এই অনুদান কার্যক্রম তাদের দিয়েই শুরু হবে।’
করোনাভাইরাসের কারনে অফিস কার্যক্রম বন্ধ থাকায় গত বছরের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি ফিফা। তবে ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফিফার তহবিলে আছে ২৭৪ কোটি ডলার।