সাতক্ষীরায় আড্ডাবাজী বন্ধ করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু

272

সাতক্ষীরা, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনাভাইরাস প্রতিরোধে মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে আড্ডাবাজী বন্ধ করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। জেলার আশাশুনি থানা পুলিশ এ প্রযুক্তির ব্যবহার করছেন।
আশাশুনি থানার ওসি আব্দুস সালাম জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এর দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইয়াছিন আলীর(দেবহাটা সার্কেল) সার্বিক তত্ত্বাবধানে তার নেতৃত্বে ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।
থানা এলাকায় আড্ডাবাজি বন্ধ করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আড্ডাবাজদের চিহ্নিত ও শনাক্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন বাজার, মহল্লা, নির্জন স্থানে বসে আড্ডা দেয়া, আইন-শৃঙ্খলা নষ্ট করা, করোনাভাইরাস প্রতিরোধে কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িত আড্ডাবাজদের চিহ্নিত ও শনাক্ত করে আটক করতে ইতোমধ্যে পুলিশ কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে পুলিশ প্রত্যেক এলাকায় টহল দিচ্ছেন এবং সবাইকে বাড়িতে থাকতে আহবান জানিয়ে মাইকিং করছেন। এ অভিযান অব্যাহত থাকবে।