বৃটেনে করোনায় মোট ১৮ হাজার ৭৩৪ জনের মৃত্যু

332

লন্ডন, ২৪ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : বৃটেন বৃহস্পতিবার বলেছে, করোনায় নতুন করে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। সরকার ব্যাপকভাবে করোনা টেস্ট শুরু করেছে এতে লকডাউন শিথিল করার সুযোগ তৈরি হতে পারে।
বুধবার গ্রীনিচ মান সময় ১৬০০ টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী দিনের চেয়ে কমে ৭৫৯ জনে দাঁড়ায়, এছাড়া অন্যান্য সূচকে করোনা সংক্রমণ চূড়া অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে।
করোনায় বৃটেনের হাসপাতালগুলোতে মোট ১৮ হাজার ৭৩৪ জন মারা গেছে।
করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বাড়বে, হোম কেয়ার ও কমিউনিটির মধ্যে মৃত্যুর সঠিক হিসাব সরকারি হিসাবে যুক্ত হতে সময় লাগবে।
করোনা মহামারিতে ভয়ংকর ক্ষতিগ্রস্থ বৃটেনে এক মাস ধরে কড়া সামাজিক দূরত্বের বিধি জারি রয়েছে।