নড়াইলে কৃষকের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা

524

নড়াইল, ২৩ এপ্রিল, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের এই সময়ে শ্রমিক সংকট নিরসনে কৃষকের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখার নেতা-কর্মীরা। তারা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।
বৃহস্পতিবার সদর উপজেলার আউড়িয়া এলাকার কৃষক শৈলেন্দ্রনাথ বিশ্বাসের ৮০ শতক জমির ধান কেটে দিলেন। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০ জন নেতা-কর্মি এ ধান কাটায় অংশগ্রহণ করেন।
কৃষক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেলেও আমরা শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। এমন সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মিরা এসে আমার ধান কেটে দিচ্ছে। এতে আমার অনেক খরচ বেচে যাচ্ছে এবং স্বল্প সময়ে ধান ঘরে তুলতে পারছি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এস এম পলাশ বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য রাজনীতি করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা স্বচ্ছাসেবক লীগ কৃষকদের পাকা ধান কেটে দিচ্ছে। এতে করে কৃষকদের অনেক উপকার হচ্ছে।