মে মাস থেকে ডাচ প্রাইমারি স্কুল খুলতে শুরু করবে

476

হেগ, ২২ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ডাচ প্রাইমারি স্কুলসমূহ আগামী ১১ মে থেকে পুনরায় খুলে দেয়া হবে। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় নেয়া অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রধানমন্ত্রী মার্ক রুটে কেবিনেট বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ কথা জানান।
তিনি আরো বলেন, মাসব্যাপী বন্ধ থাকার পর প্রাইমারি ও নার্সারীর ছাত্র-ছাত্রীরা অর্ধেক সময়ের জন্যে ক্লাশে ফিরতে পারবে।
রুটে বলেন, এসব সিদ্ধান্ত নেয়া খুব কঠিন। কিন্তু পরে দুঃখ করার চেয়ে সতর্ক থাকা ভালো।
জার্মানী ও স্ক্যান্ডিনেভিয়ান অন্যদেশগুলোর পর নেদারল্যান্ড ধীরে ধীরে দেশ পুনরায় সচল করার উদ্যোগ নিল।
প্রধানমন্ত্রী বলেন, রেস্টুরেস্ট, ক্যাফে, সেক্স ক্লাবসমূহ বন্ধের সময়সীমা ২৮ এপ্রিল থেকে বাড়িয়ে ১৯ মে করা হয়েছে। এছাড়া বড়ো ধরণের জমায়েতও ১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে, প্রাইমারি স্কুলসমূহে ছাত্র-ছাত্রীরা অর্ধেক সময় ক্লাশ করবে। বাকী সময় তারা অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারবে। মাধ্যমিক স্কুলের কার্যক্রম ১ জুন থেকে শুরু হবে।
নেদারল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪,১৩৪ জন এবং মারা গেছে ৩,৯১৬ জন।
এখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।