বাসস বিদেশ-১২ : আফগান প্রেসিডেন্টের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ

352

বাসস বিদেশ-১২
আফগানিস্তান ভাইরাস
আফগান প্রেসিডেন্টের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ
কাবুল, ২১ এপ্রিল, ২০২০(বাসস ডেস্ক) : আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার একজন কর্মকর্তা এ কথা জানান।
প্রেসিডেন্ট প্রাসাদের স্টাফদের করোনায় আক্রান্তের খবর প্রকাশ হওয়ার কয়েকদিনের মধ্যে গণি ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করা হলো।
গণির মুখপাত্র সাদিক সিদ্দিকি টুইটারে বলেছেন, প্রেসিডেন্ট সুস্থ আছেন।তার কাজের পরিবেশও নিরাপদ রাখা হয়েছে।
তিনি আরো বলেন, গণি ও তার স্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
শনিবার প্রেসিডেন্ট প্রাসাদের প্রায় ২০ স্টাফ করোনায় আক্রান্ত বলে জানিয়েছিল কর্মকর্তারা।
এদিকে প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তার ডাক্তার।
পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৯২ জন মারা গেছে এবং আফগানিস্তানে মারা গেছে ৩৬ জন।
বাসস/জুনা/২২৪৫/স্বব