বেকেনবাওয়ার-জাগালোর পাশে দেশ্যম

2011

মস্কো (রাশিয়া), ১৬ জুলাই ২০১৮ (বাসস) : গত রাতে ২১তম ফুটবল বিশ্বকাপের শিরোপা জয় করে ফ্রান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্স ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়াকে। ফলে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা জিতলো দিদিয়ের দেশ্যমের দল ফ্রান্স। জাতীয় দল শিরোপা জয় করায় রেকর্ড বইয়ে নাম তুলেছেন দেশ্যমও। বিশ্বের তৃতীয় খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপের শিরোপা জিতলেন দেশ্যম। এর আগে এমন অনন্য কীর্তি গড়েছিলেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ব্রাজিলের মারিয়ো জাগালো। খেলোয়াড় ও কোচ হিসেবে শিরোপা জিতেছিলেন বেকেনবাওয়ার-জাগালো।
১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে ও ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপের শিরোপা জয় করেন বেকেনবাওয়ার।
বেকেনবাওয়ারের মত খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ নিয়েছেন জাগালো। ১৯৫৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেন তিনি।
এবার বেকেনবাওয়ার ও জাগালোর মত কীর্তি গড়লেন দেশ্যম। ১৯৯৮ সালে ফ্রান্সের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ট্রফিতে চুমু দিয়েছিলেন দেশ্যম। আর গতরাতে কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি জিতলেন তিনি।