আর্জেন্টিনা-উরুগুয়ের পাশে ফ্রান্স

1582

মস্কো, ১৬ জুলাই ২০১৮ (বাসস) : ২১তম ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। গত রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র ফাইনালে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ শিরোপা জয় করে ফ্রান্স। এর আগে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জিতেছিলো ফ্রান্স। ২০ বছর পর আবারো ফুটবলের সবচেয়ে মর্যাদাকর শিরোপার স্পর্শ করলো দিদিয়ের দেশ্যমের দল। এই শিরোপা জয়ে আর্জেন্টিনা-উরুগুয়ের পাশে বসলো ফ্রান্স। কারণ এতোদিন দু’বার করে বিশ্বকাপ জয়ের রেকর্ড কেবল আর্জেন্টিনা-উরুগুয়েরই ছিলো।
সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ শিরোপা জয়ের রেকর্ড ব্রাজিলের। চারবার করে শিরোপা জিতেছে জার্মানি ও ইতালি। এরপরই দু’বার করে আর্জেন্টিনা-উরুগুয়ে-ফ্রান্স। একবার করে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ড ও স্পেনের।

বিশ্বকাপের রোল অব অনার :Roll of honour