বাজিস-২ : ভোলার তজুমুদ্দিনে জোয়ারের পানিতে তিনটি গ্রাম প্লাবিত

294

বাজিস-২
ভোলা-গ্রাম-প্লাবিত
ভোলার তজুমুদ্দিনে জোয়ারের পানিতে তিনটি গ্রাম প্লাবিত
ভোলা, ১৬ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার তজুমদ্দিন উপজেলায় জোয়ারের পানিতে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে দালালকান্দি, মাওলানাকান্দি ও চৌকিদার কান্দির শতাধিক পরিবার। রোববার থেকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পুরাতন রিং বাঁধের দালালকান্দি পয়েন্টে দিয়ে অমবশ্যায় সৃষ্ট জোয়ারের পানি প্রবেশ করে এসব এলাকা তলিয়ে যায়।
পানিতে শুধু তিন গ্রাম নয়, শশীগঞ্জ-ধরনীর খাল সড়কটিও তলিয়ে গেছে। এতে বিরম্বনায় পড়েছেন লঞ্চ যাত্রীসহ সাধারন মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডে বলছে, নতুন ও পুরাতন বাঁধের মধ্যবর্তী নদীর পাড়ের কয়েকটি পরিবার পানি বন্দি হয়েছেন, এতে আতংকিত হওয়ার কিছু নেই।
স্থানীয়রা জানান, প্রবল জোয়ারের চাপে শনিবার বিকেল পুরাতন বাঁধ ভেঙ্গে পানিতে প্লাবিত হয়েছে চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি, মাওলানাকান্দি ও চৌকিদার কান্দি গ্রাম। এতে শনিবার ও রোববার দুই দফা জোয়ারের পানিতে ৩টি গ্রাম প্লাবিত হয়। পানি বন্দি হয়ে পড়ে ওইসব গ্রামের মানুষ। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ বেশি। জলাবদ্ধতার কারণে পানি বাহিত রোগ দেখা দিতে পারে বলে ধারনা তাদের।
চাঁদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফকরুল আলম জাহাঙ্গির জানান, জোয়ার এলে পুরাতন বাঁধ এলাকার কিছু পরিবার পানি বন্দি হন। লঞ্চঘাটের রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে। তবে নতুন বাঁধের ভেতরে যেসব বাসিন্দা রয়েছে তাদের কোন সমস্যা নেই বলে জানান তিনি।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল আহমেদ বলেন, সরেজমিন গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, নদীর তীরে পুরাতন বাঁধ এলাকায় যাদের বসতি রয়েছে তারাই কিছুটা পানির সমস্যা পড়ছে। তবে তাদের নতুন বাঁধের পাশে বসতি গড়ার নিদের্শ দেয়া হয়েছে। নতুন বাঁধের কাজ প্রায় শেষের দিকে।
বাসস/এইচ এ এম/রপা/১০৩০/নূসী/-