বাজিস-১ : জয়পুরহাটে তিন কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৪৯৮টি প্রকল্প বাস্তবায়ন

284

বাজিস-১
জয়পুরহাট-৪৯৮টি প্রকল্প
জয়পুরহাটে তিন কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ৪৯৮ টি প্রকল্প বাস্তবায়ন
জয়পুরহাট,১৬ জুলাই, ২০১৮ (বাসস) : গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) প্রকল্পের অধীন জয়পুরহাট জেলায় ৩ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৭০৯ টাকা ব্যয়ে ৪শ’ ৯৮ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্র বাসস’কে জানায়, নির্বাচনী এলাকা ও উপজেলা ভিত্তিক (১ম পর্যায়) গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। যার বিপরীতে ব্যয় হয়েছে এক লাখ ৭০ লাখ ৩৩ হাজার ১৮৭ টাকা। গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) সোলার প্রকল্পের আওতায় ১৮০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যার বিপরীতে ব্যয় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৫২২ টাকা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: মোফাক্ষারুল ইসলাম বাসস’কে বলেন, উন্নয়ন প্রকল্প গুলো ইতোমধ্যে শতভাগ বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে। প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে গ্রামীণ পর্যায়ে মসজিদ মন্দিরের উন্নয়নসহ রাস্তাঘাটের মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করে উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বাসস/সংবাদদাতা/রপা/১০০০/নূসী/-