বাসস দেশ-৩১ : মঞ্চে উঠে গায়ককে আলিঙ্গন : জেল-জরিমানা হতে পারে সৌদি নারীর

730

বাসস দেশ-৩১
সৌদি-নারী-সঙ্গীত
মঞ্চে উঠে গায়ককে আলিঙ্গন : জেল-জরিমানা হতে পারে সৌদি নারীর
রিয়াদ, ১৫ জুলাই, ২০১৮ (বাসস) : মঞ্চে উঠে পপ-সঙ্গীত তারকাকে আলিঙ্গন করার কারণে এক সৌদি নারীর জেল-জরিমানা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম।
এটর্নি আবদুল করিম আল-কাদি ওকাজ নিউজ সাইটকে বলেন, দেশের একটি নতুন আইন অনুযায়ী এই নারীর দুই বছর জেল এবং সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
শুক্রবার রাতে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইরাকি নাগরিক মজিদ আল-মুহান্দিস গান পরিবেশনের সময় ওই নারী মঞ্চে উঠে এসে তাকে আলিঙ্গন করেন। এ সময় তার পরনে ছিল সারা শরীর ঢাকা সৌদি পোশাক আবায়া ও মুখে ছিল নিকাব। ফলে তার পরিচয় জানা যায়নি।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অপরাধমূলক কর্মকান্ডের জন্য ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ওই নারী দৌড়ে মঞ্চে উঠে পপস্টারকে জড়িয়ে ধরেন। গায়ক এ সময় সরে যাওয়ার চেষ্টা করেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ওই নারীকে সরিয়ে নেন।
সৌদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম জানায়, সৌদি আরবের মক্কা প্রদেশের তাইফ নগরীতে মুহান্দিসের কনসার্ট দেখার সময় বান্ধবীরা ওই নারীকে মঞ্চে উঠে গায়ককে আলিঙ্গনের চ্যালেঞ্জ জানালে তিনি সেই চ্যালেঞ্জ নেন।
বাসস/এএফপি/এইচএন/২০১৮/মহ/কেএমকে