বাসস দেশ-৩০ : আইনমন্ত্রীর বোনের দাফন সম্পন্ন

340

বাসস দেশ-৩০
দাফন-সম্পন্ন
আইনমন্ত্রীর বোনের দাফন সম্পন্ন
ঢাকা, ১৫ জুলাই, ২০১৮ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলামকে আজ বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
দাফন শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার গুলশান আজাদ মসজিদে সায়মা ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণসহ বিভিন্ন পেশার লোকজন ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
শনিবার রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়মা ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সায়মা ইসলাম আইনমন্ত্রী আনিসুল হকের একমাত্র বোন। তিনি মা, স্বামী ও একমাত্র ছেলে ব্যারিস্টার শেখ মো. ইফতেখারুল ইসলাম সৌরভসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আনিসুল হকের বাবা বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী মরহুম এডভোকেট সিরাজুল হক।
বাসস/সবি/এমএসএইচ/১৯৪৯/-শহক