বাসস দেশ-২৭ : শাহজালালে এক যাত্রীর কাছ থেকে সিগারেট, মোবাইল ফোন ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ

330

বাসস দেশ-২৭
আমদানি নিষিদ্ধ পণ্য-জব্দ
শাহজালালে এক যাত্রীর কাছ থেকে সিগারেট, মোবাইল ফোন ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ
ঢাকা, ১৫ জুলাই, ২০১৮ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমর ফারুক নামে এক যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ক্রিমসহ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুর আড়াইটার দিকে দুবাই থেকে একটি বিমান ঢাকায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন মো. ওমর ফারুক। সে বিমানবন্দরে নেমে তড়িঘড়ি করে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাকে জব্দকৃত মালামালসহ আটক করে।
পরে শুল্ক গোয়েন্দারা তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ দশ হাজার শলাকা বিদেশি সিগারেট, একশ’ গ্রাম স্বর্ণালঙ্কার, পাঁচটি মোবাইল ফোন ও প্রায় ১৩ কেজি আমদানি নিষিদ্ধ গোরি ক্রিম জব্দ করে।
জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে যাত্রী ওমর ফারুকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা জানিয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৪৭/এএএ