বাসস দেশ-২৬ : শিল্পমন্ত্রীর সাথে বিশ্ব তাবলীগ জামাত প্রতিনিধিদলের সাক্ষাৎ

344

বাসস দেশ-২৬
বিশ্ব তাবলীগ-জামাত
শিল্পমন্ত্রীর সাথে বিশ্ব তাবলীগ জামাত প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১৫ জুলাই, ২০১৮ (বাসস) : বিশ্ব তাবলীগ জামাতের একটি প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তারা মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সর্বস্তরে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেয়ার বিষয়ে আলোচনা করেন।
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সূচনালগ্নে তাবলীগ জামাতের প্রতি বঙ্গবন্ধুর অকুণ্ঠ সমর্থন ও পৃষ্ঠপোষকতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশে তাবলীগ জামাতের কার্যক্রম প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার বিষয়টিও তারা তুলে ধরেন।
তারা বলেন, বঙ্গবন্ধু তাবলীগ জামাতকে টঙ্গী ইস্তেমা ময়দান বরাদ্দ দিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাকরাইল মসজিদের মারকাযের জায়গা সম্প্রসারণের সুযোগ দিয়ে দ্বীনের খেদমতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
রাসূল (সাঃ)-এর বংশধর ও সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন শেখ গাচ্ছান, সৌদি তাবলীগ জামাতের মুরব্বি শেখ ফাদিল, ফ্রান্স তাবলীগ জামাতের আমীর শেখ ইউনুসী, বেলজিয়াম তাবলীগ জামাতের আমীর ইউসূফী ও বেলজিয়াম তাবলীগ জামাতের মুরুব্বী দাহমান প্রতিনিধিদলে ছিলেন।
বাসস/সবি/এমএআর/১৯৪৫/-জেজেড