বাসস ক্রীড়া-৯ : পরিস্থিতি স্বাভাবিক হলেই আইপিএল মাঠে গড়াবে : স্মিথ

234

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-আইপিএল
পরিস্থিতি স্বাভাবিক হলেই আইপিএল মাঠে গড়াবে : স্মিথ
সিডনি, ১০ এপ্রিল ২০২০ (বাসস) : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারনে শুরুর আগেই স্থগিত হয়ে গেছে বিশ্বের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএল। গেল ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম আসর শুরুর সূচি ছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতির কারনে খুব শীঘ্র্ই আইপিএল শুরুর কোন সম্ভাবনাই নেই।
তবে অস্ট্রেলিয়ার সাবেক ও আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ মনে করেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই আইপিএল মাঠে গড়াবে।
স্মিথ বলেন, ‘ভয়ংকর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব। তবুও আশা রাখি, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কোনো একটা সময়ে হয়তো শুরু হবে আইপিএল।’
তবে আইপিএল খেলার জন্য তর সইছে না স্মিথের, ‘রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছি আমি। কোনোবারই গোটা মৌসুম দলটাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাইনি। কিন্তু এই পরিস্থিতির মধ্যে ক্রিকেট নিয়ে ভাবার আগে প্রত্যেকের নিরাপত্তার প্রার্থনা করছি।’
বাসস/এএমটি/১৯২৭/স্বব