বাসস ক্রীড়া-৩ : বাটলারের জার্সির দাম উঠলো ৬৮ লাখ টাকা

238

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বাটলার
বাটলারের জার্সির দাম উঠলো ৬৮ লাখ টাকা
লন্ডন, ১০ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তার জন্য নিজের সবচেয়ে স্মৃতিময় বিশ্বকাপ ফাইনাল জয়ের জাার্সি নিলামে তুলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জশ বাটলার। সতীর্থদের সবার অটোগ্রাফ নিয়ে রাখা বাটলারের জার্সিটির নিলামে বিড হয়েছে ৮২টি। আর জার্সিটির সর্বোচ্চ দাম উঠেছে ৬৫ হাজার ১শ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা।
গত বছর নিজ মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত জয় করে ইংল্যান্ড। জয়ী বিশ্বকাপের সবকিছুই ইংলান্ডের খেলোয়াড়দের কাছে চিরস্মরনীয়। কিন্তু করোনাভাইরাসের কারনে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পুরো বিশ্ব জুড়ে।
এই অবস্থায় নিজের সবচেয়ে মূল্যবান জার্সিটি নিলামে তুলেন বাটলার। তাকে ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি। লন্ডনে দু’টি হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য গত ৩১ মার্চ বাটলার তার জার্সিটি অনলাইন নিলামে তোলেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নিলাম শেষ হয়েছে।
নিলামের অবস্থা দেখে বাটলার বলেন, ‘আমার জন্য এটা খুবই স্পেশাল জার্সি। তবে ভীষণ প্রয়োজনীয় একটি কাজে লাগায় এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অর্থ দু’টি হাসপাতালে সহায়তা করা হবে।’
বাসস/এএমটি/১০০০/স্বব