বাসস ক্রীড়া-৫ : বন্ধ দরজায় ক্রিকেট চাইছেন ল্যাঙ্গার

135

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ল্যাঙ্গার
বন্ধ দরজায় ক্রিকেট চাইছেন ল্যাঙ্গার
সিডনি, ৬ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বন্ধ আন্তর্জাতিক ও ঘরোয়া সকল ক্রিকেট। এ অবস্থাতেও ক্রিকেট শুরু করা উচিত বলে মস্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। রূদ্ধদার স্টেডিয়ামে হলেও ক্রিকেট শুরু করা উচিত বলে মনে করেন ল্যাঙ্গার।
বিবিসি রেডিয়োতে ল্যাঙ্গার বলেন, ‘আমরা যখন ক্রিকেট খেলতে শুরু করি তখন সবারই বয়স কম থাকে। তখন খেলা দেখার জন্য কোনও দর্শক থাকে না। ক্রিকেটকে ভালবাসা থেকেই খেলি সবাই। সতীর্থদের সঙ্গে খেলতেও ভাল লাগে। আর খেলার মজা তো থাকেই। আর এ ক্ষেত্রে গ্যালারি ফাঁকা থাকলেও টিভি সেট ও রেডিওর মাধ্যমে বিনোদন দেওয়া সম্ভব ক্রিকেটপ্রেমীদের। ফলে, তারও আলাদা মূল্য রয়েছে। হ্যাঁ, এটা আলাদা রকমের স্বাদ। তবে সৌভাগ্যবান বলেই আমরা খেলতে পারছি, এটা ভুললে চলবে না।’
৭০ বা ৮০ দশকের আগে মাঠে দর্শক কম থাকতো উল্লেখ করে ল্যাঙ্গার বলেন, ‘ছোটবেলায় যখন খেলা শুরু করেছিলাম অনেকে তখন মাঠে কোনো দর্শক থাকত না। আপনি খেলতেন কারণ, আপনি খেলাটা খেলতে ভালোবাসতেন, আপনার বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসতেন। তখন মানুষ টিভি, সংবাদপত্র থেকে খবর পেত। তাই এখন না হয় কিছুদিনের জন্য অতীতের অবস্থায় আমরা ফিরে যাই।’
শূন্য গ্যালারিতে খেলা শুরুর চিন্তা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। এতে সমর্থন আছে ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগানের। এবার সেই দলে যোগ দিলেন ল্যাঙ্গার।
বাসস/এএমটি/০৯৩০/স্বব