প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে : ১৪ দল

360

ঢাকা, ৫ এপ্রিল, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫ প্যাকেজের প্রণোদনা দ্রুত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে মনে করেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
আজ রোববার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সম্ভব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ টি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রনোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। যা জিডিপির ২.৫ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৫ প্যাকেজের প্রনোদণা দ্রুত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে।’
সঠিক সময়ে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেন, দুর্যোগময় এই সময়ে আশা জাগা নিয়ে প্যাকেজ ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। এখন প্রয়োজন এটি দ্রুত বাস্তবায়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশা প্রকাশ করছি।
করোনা ভাইরাস সংক্রমন রোধে উদ্বুত পরিস্থিতি দেশের অর্থনীতির উপর কিছু টা প্রভাব ফেলবে। তবে করোনার প্রভাবে অর্থনীতি যেন ক্ষতিগ্রস্থ না হয়, সেই লক্ষ্যে প্রধধানমন্ত্রী যুগান্তকারী ও বাস্তবসম্মত প্রনোদনা প্যাকেজ ঘোষনা করেছেন। তা দ্রুত বাস্তবায়িত হলে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।