বাসস ক্রীড়া-১ : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল গঠনে আকরাম-গফ

258

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-আকরাম-গফ
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল গঠনে আকরাম-গফ
নয়াদিল্লী, ৫ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল গঠনে এবার এগিয়ে এলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফ।
নিজেদের ক্রিকেটের ক্যারিয়ারের অনেক স্মৃতিময় সামগ্রী নিলামে তুলে আর্থিক সহায়তা করার লক্ষ্য মাঠে নামলেন আকরাম ও গফ।
ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, সেন্টার ফর ডিজাস্টার ফিলান্ত্রফির তৈরি করা কোভিড-১৯ রেসপন্স ফান্ডের জন্যই এই নিলামের ব্যবস্থা করেছেন সাবেক এই দুই তারকা ক্রিকেটার।
আকরাম নিজের সই করা ব্যাট ও বল এবং গফ নিজের সই করা বল নিলামের তুলবেন।
১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ৪১৪টি এবং া ৩৫৬ ওয়ানডেতে ৫০২টি উইকেট উইকেট শিকার করেছেন সুইং মাস্টার আকরাম। টেস্ট-ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।
ইংল্যান্ডের হয়ে ৫৮ টেস্টে ২২৯টি ও ১৫৮ ওয়ানডেতে ২৩৪টি উইকেটের মালিক গফ। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী গফ।
আকরাম-গফ এর আগে ক্রিকেট জগতের আরো অনেকেই এগিয়ে এসেছেন প্রানঘাতি ভাইরাসের বিরদ্ধে লড়াইয়ে।
বাসস/এএমটি/০৯৫৫/স্বব